টাইম ফুলের ফটোগ্রাফি

avatar

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা টাইম ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে টাইম ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি টাইম ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। টাইম ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে আমি এই টাইম ফুলের ফটোগ্রাফি করে থাকি। আমার কাছে এর ফুল দেখতে খুবই দারুণ লাগে। আপনাদের মাঝে শেয়ার করতে পারলেও আমার অনেক বেশি ভালো লাগে। আসলে এই ফুলের বৈশিষ্ট্য হল একটি সময় ভালোভাবে ফুটে অর্থাৎ কয়েকটি ফুল রয়েছে যে ফুলগুলো সকাল নয়টায় ফোঁটে। এ বিষয়টা আমার কাছে খুবই দারুণ লাগে। এজন্য মনে হয় এই ফুলের নাম টাইম ফুল রাখা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে এই ফুলের জনপ্রিয়তা রয়েছে। এবং হাইব্রিড টাইম ফুল রয়েছে অনেক দেশেই। হাইব্রিড টাইম ফুল গুলো অনেক বড় আকারের হয়ে থাকে। এজন্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের এই টাইমপুল।
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnFtFLoXmJzKvJ5XL.jpeg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnM5wRemztHgjNnrr.jpeg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnG6S5SEFFL5nDurE.jpeg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9D3xe2UqHLDceAJ.jpeg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnJ5LBhz9JsjfGEGv.jpeg



0
0
0.000
3 comments
avatar

Congratulations @narocky71! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You got more than 50 replies.
Your next target is to reach 100 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

0
0
0.000