I love poetry written by myself.

avatar
siblings-817369_1280.jpg

ছবির উৎস

তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না,,,তুমি ছাড়া আর কিছুই নেই আমার জীবনে!

কেন জানি আমার এই দুটি চোখ,,,, শুধু বার বার তোমাকেই খুঁজে বেড়ায়!

এই পৃথিবীতে আমি চেয়েছি শুধু তোমাকে,,
তোমার জন্য এক সাগর ভালোবাসা,
রয়েছে আমার বুকের ভেতরে!

একবার যদি তুমি আমায় কাছে আসতে দাও!
তোমাকে যদি অনেক বেশি ভালোবাসতে দাও!

তবে এক জনম ধরে নয়, হাজার জনম!
ভালোবাসবো আমি শুধু তোমাকে!

তুমি হয়তো আমার চোখের আড়াল হতে পারো,,,
কিন্তু কখনো আমার মনের আড়াল নয়।
আমার মন যে সারাদিনই, তোমার কথা কয়!

মাঝে মাঝে মনকে আমি প্রশ্ন করি যে,
এই পৃথিবীতে তোমার আপন মানুষ কে!
হঠাৎ করেই মনটা আমার বলে উঠেছে,,,
যার জন্য তোমার রাতের ঘুম পালিয়েছে!

সকাল সকাল শিশির ছোঁয়া, ফুটেছে বাগানে ফুল!
এইটা দেখে প্রজাপতি সব, খুশিতে হয়েছে ব্যাকুল!

চারপাশে কিচির মিচির ডাকছে সব পাখি!
তুমি কি জানো! তোমায় আমি কতটা ভালোবাসি!

তোমার চোখে আমাকে দেখি যত বার,
নতুন করে আমি তোমার প্রেমে পড়ি ততবার!

daisies-712892_1280.jpg

ছবির উৎস

তোমাকে ভালোবাসে আমার এই মন,
আমার সাথে জড়িয়ে থেকো সারাক্ষণ!
তুমি আছ আমার মনের মাঝে,
পাশে থেকো তুমি আমার সকাল সাঁঝে!

কি করে ভুলবে তোমায় আমার এই মন!
তুমি তো আমার সারাটা জীবন!

তোমার চোখে কাজল আমার,
তোমার কানে ঝুলছে কানের দুল!
আমার কাছে তোমার ঠোঁট দুটো যেন,,
রক্তে রাঙানো জবা ফুল!

এই যে শুন,,, আজকে আমি বলছি কিছু কথা!
আমার এই মনটা দিলাম তোমার হাতে,,,,
একটু খানি যত্ন করে রেখ!
তোমার মনে আমার জন্য একটা ছবি আঁক!

আমার স্বপ্নগুলো তোমার হাতে তুলে দিলাম!
আরোও দিলাম আমার সকল আশা!
তোমার মনের মতন করে সাজিয়ে নিও,,,,
আমার সকল ভালোবাসা!

তোমার চেহারাটা ফুলের মতো,,,,
চাঁদের মতো যেন তোমার হাসি!
মন থেকে বলছি তোমায়,,,
সত্যিই অনেক ভালবাসি!

কখনো যদি হারিয়ে যাই,,,,
পড়বে কি সেদিন আমায় মনে!
যদি পারো এক টুকরো জল আসতে দিও,
তোমার কজল কলো চোখের কোণে!

poppies-174276_1280.jpg

ছবির উৎস

যতই সেদিন ডাকবে তুমি আমাকে,,,
আমি আর দেবো না সাড়া!
কারণ আমি সেদিন হবো,,,
ওই দূর আকাশের তারা!

ভালোবাসি তোমায় আমি বার বার চাই,,,
এই জীবনে তুমি ছাড়া,,,,
আমার কাছে আপন কেহ নাই!

সত্যিকারের ভালোবাসাটা শুধু,,,,, নির্দিষ্ট একটা মানুষের জন্যই আসে। সত্যিকারের ভালোলাগা টা শুধু এক জনের প্রতি আশে।আর আমার এই ছোট্ট জীবনে,, শুধু ই তুমি।
তুমি ছাড়া আমার জীবনটা শূন্য মরুভূমি।

আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই, বিদায় নিলাম! আল্লাহ হাফেজ।

@rubina203



0
0
0.000
0 comments