সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত

avatar
pexels-photo-6147139.jpeg

ছবির উৎস

ভালো ব্যবহার সবার কাছে আশা করা যায় না। আবার ভালো ব্যবহার সবার সাথে করা যায় না। তবে আমার মনে হয়। যে আপনার সাথে যেমন ব্যবহার করছে। আপনিও ঠিক তার সাথে ওই ব্যবহারটাই করুন। কারণ বর্তমান সমাজে ভালো ব্যবহারের কোন মূল্য নেই।

তার পরেও আমি বলব, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয়। এ কথাটা তখন শুনতে অনেকটা খারাপ লাগে, যারা মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে।

ব্যবহার খুবই মূল্যবান একটা জিনিস। আমরা যখন কোন একটা মানুষের সাথে খুব বাজে ভাবে ব্যবহার করি। তখন ওই মানুষটার মনে কষ্ট যায়। ওই মানুষটা হয়তোবা মুখ ফুটে কোন কিছু না বললেও। তার মনে অনেক আঘাত লাগে। সে মনে মনে আমাদেরকে অনেক বাজে কথা বলতে থাকে।

বিশেষ করে আমাদের মায়ের ব্যাপারে আমাদের বাবার ব্যাপারে, হয়তোবা উনি মনে মনে বলতে থাকে। হয়তোবা আরও বলে বাবা-মা একে ভালো শিক্ষা দেয় নি। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো? আপনার ব্যবহারের কারণে আপনার বাবা-মা কেন? ওই মানুষটার কাছে খারাপ হয়ে গেল! এ কথাটা কি ভেবে দেখেছেন।

জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু জিনিস এর প্রয়োজন নেই! সমাজে মানুষের সাথে ভালো ব্যবহার করুন! সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন! সৎ পথে চলুন! সৎ পথে উপার্জন করুন। দেখবেন অল্প টাকায় আপনি অনেক সুখী হতে পারবেন।

অন্যকে মেরে ফেলে নিজের সুখ কখনোই আদায় করা যায় না। আমরা অনেক সময় দেখেছি, কিছু মানুষ আছে যারা কিছু মানুষের স্বপ্ন ভেঙ্গে দিয়ে। নিজে ভালো থাকার চেষ্টা করে। তবে আমি মনে করি ওই মানুষ গুলো কখনোই ভালো থাকতে পারে না।

pexels-photo-6147228.jpeg

ছবির উৎস

আপনার করা ছোট ছোট ভালো ব্যবহার গুলো, আপনাকে সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবে। আপনার করা ছোট ছোট ভালো কাজ গুলো দেখে, মানুষ আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনার করা ছোট ছোট ব্যবহার গুলো দেখে মানুষ আপনাকে সম্মান করবে।

আর তাই আমি বলব, সবার সাথেই ভালো ব্যবহার করুন। কেউ আপনাকে গালি দিলে, তার সাথে হাসিমুখে কথা বলুন। একদিন বলুন দুইদিন বলুন তিন দিন বলুন, চার দিনের দিন ও যদি সে আপনার সাথে খারাপ আচরণ করে। সেই দিন ও আপনি তার সাথে হাসি মুখেই কথা বলুন। দেখবেন ওই মানুষের মন পরিবর্তন হয়ে যাবে।

pexels-photo-653429.jpeg

ছবির উৎস

আপনার করা ব্যবহার, যদি সমাজের কিছু মানুষকে পরিবর্তন করতে পারে। তাহলে এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হবে না। ব্যবহার আমরা পরিবার থেকে কিছুটা হলেও শিক্ষা পাই। তাই যার তার সাথে বাজে ব্যবহার করে কখনোই কথা বলবেন না।

কারণ একটা মানুষ মুখের উপর কথা না বললেও, মনে মনে যদি আল্লাহ তাআলার কাছে আপনার নামে বিচার দেয়। তাহলে আপনি কিন্তু শেষ বিচারের দিন রক্ষা পাবেন না। সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এবং সবাইকে নিয়ে ভালো থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



0
0
0.000
0 comments