আজকে সকালে বাবার সাথে কিছু সময় কাটানোর মুহূর্ত।
আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আমি অনেক ভালো আছি, আপনাদের দূয়াতে,আপনাদের কাছে আবার নতুন এই পোস্ট নিয়ে রসলাম ।
আজকে সকালে নামাজ পড়ে অন্য অন্য দিনের মতো আমার পড়া শেষ করে বসে ছিলাম, কিছুক্ষণ পরে বাবা এসে বলল আজকে সকালে জগিং করোনি, আমি বললাম না, আজকে ভালো লাগতাছে না, তাই আজকে যাই নাই,যখন বাবার অফিসে যাওয়ার সময় হল তখন আমাকে বলল আমার সাথে চলো,আমি বললাম কই তখন বলল গাড়ির কাছে।
আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম গাড়ি কি হয়েছে, বাবা তখন বলল বৃহস্পতিবার যে বাড়িতে গিয়েছিলাম তখন তোমার ছোট ভাইকে ঘুরে নিয়ে গিয়ে ছিলাম, আসার সময় কখন যে লাইট জ্বালিয়ে রেখেছে আমি দেখি নাই, টানা তিন দিন চলার কারণে, ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে, তাই গাড়ি স্টার্ট নিচ্ছে না, তুমি আমার সাথে গিয়ে একটু কাজ করো।
তখন আমি রেডি হয়ে বাবার সাথে বাহির হলাম, এই শীতের সময় সকালে সূর্যত্ত তাপ অনেক ভালো লাগে, তখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পহালাম, কিছুক্ষণ পরে বাবার গাড়ির কাছে চলে গেলাম, আমি যাওয়ার পর কিছুক্ষণ পর একটা গাড়ি এসেছিল, ওই গাড়ি থেকে ব্যাটারি থেকে লাইন নিয়ে বাবার গাড়ি চালু করল।
তার কিছুক্ষণ পরে আমি ওইখান থেকে চলে আসলাম, আসার সময় যেহতু সকালে হাটা হাটি করিনি তাই আমি একটু দূরে থেকে হেঁটে বাসায় গেলাম,বাসায় এসে সকালের নাস্তা করে বসে বসে নাটক দেকতে ছিলাম।
আমার ছোট ভাই টা একটু বেশি দুষ্টামি করে,তাকে কেউ কিছু বলে না, কিছু বলে একটু কান্না করে দুষ্টামি টা একটু বেশি করে তাই কিছু বলেনা ওকে।
আজকের মত আমার পোস্ট এখানেই শেষ, আবারো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন পোস্ট নিয়ে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | tceno |
Camera | 13M DUAL camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @hmabdullah |