মাদ্রাসার মাহফিলে কাজ করার কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম,
কপমন আছেন সবাই,আসাকরি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি, আপনাদের কাছে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।
আজকে ফজরের নামাজের পড়া শোনা করতে ছিলাম, ওই সময় আমার এক হুজুর ফোন দেয়, ফোন দিয়ে বলল আগামীকাল মাদ্রাসার মাহফিল তাই তুমি আজকে চলে আসো, যেহেতু এর আগেও আমি অনেকবার এই মাদ্রাসায় মাহফিলের জন্য কাজ করেছি, তাই হুজুর আমাকে ফোন দিয়ে বলল তুমি চলে আসো।
মাদ্রাসাটি হল খিলক্ষেত নিকুঞ্জ ২ ঢাকা, আমি এ বছর আগের বছর ওখানে পড়েছিলাম, আমি একটানা চার বছর ওই মাদ্রাসায় ছিলাম, ওখান থেকে হাফেজ হয়ে শোনানো শেষ করে ওখান থেকে আমি চলে আসি, কিতাব লাইন আমি অন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি।
যাই হোক সকালে হালকা নাস্তা করে আমি মাদ্রাসায় চলে আসলাম, হুজুরদের সাথে দেখা করলাম, দেখা করার পর, মাহফিলের জন্য মাইকিং করবে তাই একটি সেট নিয়ে আসলো, চালু করার সময় দেখি চালু হয় না, তাই সেটটা খুলে দেখি ভিতরে একটু সমস্যা হয়েছে,
তার পরে আমি সেট টি দোকানে নিয়ে গেলাম, কিছুক্ষণের মধ্যে তারা ওটি ঠিক করে দিল, পরে আমরা সেট টি নিয়ে চলে আসলাম।
মাদ্রাসায় নিয়ে আনার পর, আমরা মাইটি সেটআপ দিলাম, তখন ভালই চলল আমরা বিকেলে মাইকিং করার জন্য প্রস্তুতি নিলাম, সারাদিন আমি মাদ্রাসার ভিতরেই দুষ্টামি করলাম পুরনো ছাত্রদের সাথে।
বিকাল হয়ে গেল পরে আমরা ওই সেটটি নিয়ে একটি রিস্কা ভাড়া করে আমরা রিক্সা সেটিং করে নিলাম, আমাদের মাহফিলটা ছিল কালকে, যা ১৪ই ফেব্রুয়ারি ২০২৪।
আমরা পুরা নিকুঞ্জ এলাকায় মাহফিলের জন্য মাইক করলাম, এবং মাইক করার পর আপনার মাদ্রাসায় চলে আসতে আসতে এশারের নামাজের সময় হয়ে গেল।
আজকের মত আমার পোস্ট এখানেই শেষ, আবারো আপনাদের সাথে নতুন পোস্ট নিয়ে দেখা হবে , এ পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Device | Name |
---|---|
Android | tceno |
Camera | 13M DUAL camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |