দুপুরে নামাজের সময় বাহিরে কাটানো কিছু মুহূর্ত ।

avatar

আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি,আজকে আপনাদের সাথে আবার নতুন পোস্ট নিয়ে আসলাম।
IMG_20240212_132508_853.jpg
আজকে দুপুরে যোহরের নামাজের সময় ঘর থেকে বাহির হলাম ,তখন দেখি বাসার সামনে কিছু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায় অনেকগুলো মুরগি ছেড়ে দিয়েছে, আমার কাছে এই দৃশ্যটি দেখে মনে হল এটা গ্রাম, গ্রামে মানুষরা যেরকম মুরগি গুলো ছাড়া রাখে, তেমনি ভাবে এখানে ছাড়িয়ে রেখে।
IMG_20240212_132442_018.jpg
যাই হোক নামাজের সময় হয়ে গিয়েছে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে মসজিদে গেলাম, আমাদের এলাকার রাস্তাগুলো অনেক চিপা গলি, যাই হোক মসজিদে গেলাম, ওইখানে গিয়ে দেখি মসজিদে কেউ নেই, ভিতরের দিকে গিয়ে দেখি মসজিদের মধ্যে কাজ চলছে, ভিতরে কোন রং করা নাই তাই রং করার জন্য কাজ করতে ছিনা।
IMG_20240212_132729_750.jpg
কিছুক্ষণ পর দেখি আমরা বেশ কজন দাঁড়িয়ে ছিলাম একটু পর ইমাম সাহেব এসে বলল আজকে নামাজ মসজিদের ছাদে হবে, মসজিদ টি হলো এক তালা, অনেক ছোট মসজিদ এলাকার মধ্যে এটি, কিন্তু এটা হল আমাদের এলাকায় বাহিরে।
IMG_20240212_131716_531.jpg
যাই হোক আমরা পরে সবাই মিলে ছাদে নামাজ পড়লাম, নামাজ শেষ করে আশেপাশে দেখতে অনেক সুন্দর লাগছে, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহালাম, পরে ওখান থেকে বাসার দিকে চলে আসলাম।
IMG_20240212_131538_791.jpg
আসার সময় আর একটা জিনিস খেয়াল করলাম, আমাদের এখানে যে দেওয়ালটা দেওয়া হয়েছে ওই দেওয়াল অবস্থা বেশি ভালো না, দেখি চারদিকে দেওয়াল ফেটে গেছে।
IMG_20240212_131446_056.jpg
যেকোনো সময় দেওয়ালটি ভেঙ্গে পড়ে যেতে পারে, দেওয়ালটা দেওয়া হয়েছে এই কারণে, এক পাশ হলেও সরকারি জায়গা, যারা সরকারি চাকরি করে তারা এক পাশে থাকে, আরেক পাশ হলো বেসরকারি জায়গা,যারা সরকারি চাকরি করে না তার ঐ পাশে থাকে, ধরতে গেলে ওটাও সরকারি জায়গা।
IMG_20240212_131418_776.jpg
আজকের মত আমার এই পোস্টটি এখানেই শেষ, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন পোস্ট নিয়ে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

received_856390112919747.png

DeviceName
Androidtceno
Camera13M DUAL camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@rjabdullah


0
0
0.000
0 comments