বন্য ফুলের ফটোগ্রাফি

avatar

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে শীতকালীন একটি বন্যা ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে শীতের সময় অসংখ্য বনফুল দেখা যায়। মাঝে মাঝে আমাদের চোখের সামনে অনেক ফুল দেখা যায় যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এ বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে হঠাৎ করেই দুপুরের আগ মুহূর্তে জমিনের দিকে বের হলাম হাঁটার জন্য। তখনই আমি নাম না জানা এই বন্যফুলের ফুল দেখি। যখন দেখি তখন অনেক বেশি ভালো লেগেছিল। ভালো লাগার কারণে এই ফটোগ্রাফিটি করে। বিশেষ করে হলুদ কালার হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
20240109_132839.jpg

20240109_132833.jpg

20240109_132848.jpg

20240109_132825.jpg

20240109_132817.jpg

20240109_132837.jpg



0
0
0.000
0 comments