লাউ ফুলের ফটোগ্রাফি

avatar

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা লাউ ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার লাউ ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে লাউ ফুলের ফটোগ্রাফি করলাম । লাউ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল । সাদা কালার হওয়ার কারণে এটি দেখতে আমার কাছে খুব ভালো লাগে । মাঝে মাঝে বাড়ির আশেপাশে অনেক বেশি লাউ ফুল দেখা যায়। কিন্তু কখনো ফটোগ্রাফি করা হয় না। আজ কয়েকদিন আগে হঠাৎ করে আমি একজন বড় ভাই সহ রাস্তায় হাঁটতে ছিলাম । তার সাথে কথা বলতে বলতে তাদের জমিনে গিয়েছিলাম । জমিনের পাশে দেখলাম অনেক বড় একটি লাউ গাছ আমার কাছে অনেক ভালো লাগে ‌ এজন্য আমি এই লাউ ফুলের ফটোগ্রাফি করলাম। আমি আশা করি আপনাদের সবার আজকের এই লাউ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।
1000064292.jpg

1000064295.jpg

1000064297.jpg

1000064293.jpg

1000064291.jpg



0
0
0.000
3 comments
avatar

Congratulations @narocky71! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

0
0
0.000