অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি

avatar

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালোঔপহয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি ফুলের ফটোগ্রাফি করেছি। এই ফুলটিকে প্রথমে মনে করেছিলাম চন্দ্রমল্লিকা ফুল। কিন্তু পরবর্তীতে দেখলাম তা নয়। আমি গুগলে সার্চ দিয়ে এ নামটি করেছি। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন ধরনের ফুল দেখি। সে ফুলগুলোর সাথে পরিচিত একদমই থাকে না। ফুলের নাম গুগল থেকে সার্চ করে নিতে হয়। কিছুদিন আগে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে ফুলটি দেখি। ফুলটি দেখে আমার ভীষণ ভালো লাগে। ভালোলাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। যখন সুন্দর সুন্দর ফুল দেখি তখন ফটোগ্রাফি করে থাকে। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আপনাদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাই এই ফুলগুলোর ফটোগ্রাফি করার কারণে। আশা করি আপনাদের সবার কাছেও আজকের এই ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।
20231208_121902.jpg

20231208_121905.jpg

20231208_121908.jpg

20231208_121900.jpg

20231208_121858.jpg



0
0
0.000
2 comments