গাঁদা ফুলের ফটোগ্রাফি

avatar

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি গাধা ফুলের ফটোগ্রাফি করেছি। হলুদ কালারের গাঁদা ফুল সবসময় জনপ্রিয়তা রয়েছে। আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশে গাঁদা ফুলের অনেক জনপ্রিয়তা। এবং বাণিজ্যিকভাবে এই গাঁদা ফুল চাষ করা হয়ে থাকে। আমাদের দেশেও বাণিজ্যিকভাবে এ গাধা ফুল চাষ করা হয়ে থাকে। এবং বাইরের দেশের রপ্তানি করে অনেক বিদেশিক টাকা আয় করে আমাদের দেশ। আমার কাছে গাঁদা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। হলুদ কালারের গাঁদা ফুলটি দেখতে সবচেয়ে সুন্দর। আমি যখন যে কোন জায়গায় হলুদ কালারসহ যে কোন কালারের গাঁদা ফুল দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিছুদিন আগে একটি নার্সারি থেকে এ গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
20231208_121608.jpg

20231208_121559.jpg

20231208_121602.jpg

20231208_121605.jpg

20231208_121555.jpg

20231208_121551.jpg



0
0
0.000
2 comments