একটি পাখির ফটোগ্রাফি

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা একটি পাখির ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার একটি পাখির ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি পাখির ফটোগ্রাফি করেছি। আসলে আমি নতুন মোবাইল নেওয়ার পর থেকে এ ধরনের পাখির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে যখন চমৎকার ফটোগ্রাফি করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আমি ঘর থেকে বের হলাম তখনই এই পাখিটি দেখি। বিশেষ করে এই পাখির ল্যাজ অনেক বড়। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এজন্য আমি ফটোগ্রাফি করেছি। পাখিটা দেখতেও ভীষণ সুন্দর ছিল। এ ধরনের চমৎকার ফটোগ্রাফি গুলো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমাদের হাজার হাজার প্রজাতির পাখি রয়েছে। রংবের কালারের পাখিগুলো দেখতেই বেশি ভালো লাগে।
20231229_160403.jpg

20231229_160430.jpg

20231229_160424.jpg

20231229_160359.jpg

20231229_160432.jpg



6
0
0.472 POB

2 comments