মাটির শুষ্কতা দূর করতে ধানের জমিতে পানি দেওয়া
বেশ কিছুদিন হয়ে গেল। আমাদের কৃষি জমিতে আমরা ইতিপূর্বেই ধান রোপন করেছি। কারণ এখন বর্ষাকাল এবং আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়ে থাকে। আশেপাশের কৃষক সকলেই প্রায়ই ধান চাষ করে থাকেন এবং ধান চাষ করেই আমাদের জীবিকা নির্বাহ করা হয়ে থাকে। তাই এ বছর আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম ধান চাষ করবো এবং ধান চাষ করার পর আমাদের ফসল ঘরে তুলবো।
ধান রোপন করেছিলাম বর্ষাকালে। রোপনের বেশ কিছুদিন আমরা দুশ্চিন্তা মুক্ত ছিলাম কারণ প্রতিদিন বৃষ্টি হতে থাকছিল। কিন্তু হঠাৎ করে আবার আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে এবং বেশ কয়েকদিন থেকে বৃষ্টি নেই। যতবার কৃষি জপি দেখতে যাই ততবার দেখি জমি ফেটে গিয়েছে এবং ধানগুলো প্রায়ই লাল হয়ে গিয়েছে। তাই এখন কৃষি কর্মকর্তার সাহায্য নিলাম এবং আমাদের ধানে সেচ দেওয়ার কথা বলেছিল কৃষি কর্মকর্তা। তাই এখন বাধ্য হয়ে আমি এবং আমার চাচাতো ভাই আমাদের কৃষি জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করেছিলাম।
বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে মোট তিন লিটার ডিজেল ক্রয় করতে হয়েছিল। ডিজেল কেনার পর আমাদের মেশিন ইঞ্জিন চালিত মেশিন আমরা মাঠে নিয়ে গেলাম এবং আমরা গভীর নলকূপে তা সঠিকভাবে সেটিং করেছিলাম।
এরপর পানি উঠতে শুরু করেছিল। প্রায় তিন থেকে চার ঘন্টা মেশিন থেকে আমরা পানি উত্তোলন করেছিলাম এবং আমাদের কৃষি জমিতে পানিগুলো দিয়েছিলাম। যখন কৃষি জমিতে পানি দিয়েছিলাম তখন কৃষি জমি সৌন্দর্য যেন আরও শতগুনে বৃদ্ধি পেয়েছিল এবং ধানগুলো যেন আরো সবুজ হয়ে গিয়েছিল নিমিষেই।
সবথেকে আনন্দ লাগছিল সেই জমিতে কিভাবে গভীর নলকূপ থেকে পানি দেওয়া যায় এই বিষয়টি সত্যিই আনন্দও লাগছিল। আমি এবং আমার চাচাতো ভাই বিষয়টি খুব আনন্দের সাথে উপভোগ করেছিলাম।
আমাদের কৃষি জমিটা বেশ বড় ছিল। প্রায় চার বিঘার মত জমি। পুরো কৃষি জমিতে পানি দিতে আমাদের প্রায় তিন ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছিল। ইতিপূর্বে আমাদের বাজারে যাওয়ার সময় হয়ে গিয়েছিল এবং আমরা ইঞ্জিন জমিতে রেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা আবারো আমাদের কৃষিজমি দেখতে গিয়েছিলাম এবং ততক্ষণে পুরো জমিতে পানি চলে এসেছে। বিষয়টি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল কারণ ইতিপূর্বেই আমাদের ফেটে যাওয়া শুষ্ক মাটি এখন উর্বর হয়েছে। আমরা আমাদের কৃষি জমিতে যে ধান রোপন করেছিলাম এখন ধানগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে।
আমি আশাবাদী এ বছর আমাদের কৃষি জমিতে খুব ভালো ফসল হবে। আপনারা কি বলেন? অবশ্যই আমি মনে করি আমরা আমাদের কৃষি জমিতে ফসল উৎপাদন করতে সক্ষম হব এবং আমাদের খাদ্য সংকটে দূর করতে সাহায্য করতে পারব । অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিশেষ সংক্রান্ত আজকে বিডি কমিউনিটির এই ব্লক উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে।
Posted Using InLeo Alpha