The relationship between flowers and bees.

avatar

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা,
আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে ফুল এবং মৌমাছের ভেতরে যে সম্পর্ক সেটা নিয়ে লিখতে এসেছি।
IMG_20250410_163927.jpg

আমরা অনেকেই জানি যে মৌমাছি মধু আহরণ করার জন্যই ফুলের সংস্পর্শে আসে আর তখনই একটি ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কেননা এই মৌমাছি আসার ফলই তো ফুলের পরাগায়ন হয়ে থাকে।
IMG_20250410_163930.jpg
প্রাকৃতিক এই সৌন্দর্য অনেকের চোখে পড়ে না তবে আমাদের মত যারা ফটোগ্রাফি লাভার রয়েছে তারাই মূলত সুন্দর গুলো মানুষের সম্মুখে তুলে ধরার চেষ্টা করে।

IMG_20250410_163940.jpg

ফুল থেকে যখন মৌমাছি মধু সংগ্রহ করে তখন দেখতে খুবই সুন্দর লাগে একটি মৌমাছি ঘুরে ঘুরে এর ফুলের থেকে ও ফুলে উড়ে যাই আবার আরেকটি ফুলের থেকে আর একটি ফুলে উড়ে গিয়ে তারা যেমন মধু খেয়ে বেঁচে থাকে তেমনি মধু সংগ্রহ করে তাদের বাসায় সংগ্রহ করে।

IMG_20250410_163937.jpg

আমরা জানি যে কম বেশি প্রতিটা ফুলের মধু থাকে এটি একটি ফুলের মধুর স্বাদ এক এক রকম তবে আমি যে ফুল ফটোগ্রাফি দুই দিন আগে আপনাদের মাঝে উপস্থাপনা করেছিলাম ঠিক একই ফুলের ফটোগ্রাফি একই দিনে করা হয়েছে এই মৌমাছি মধু সংগ্রহ করার ছবিগুলো।

IMG_20250410_163927.jpg

আপনাদের কাছে কেমন লাগছে ফুল থেকে মধু সংগ্রহ করার এই দৃশ্যগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments