The joy of Eid day
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। ঈদুল ফিতরের আজ চতুর্থ দিন তবে ঈদের আনন্দ যেন এখনো আমাদের মাঝে রয়ে গেছে। ঈদের দিনের কিছু কার্যক্রম এবং আনন্দ আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি।
যদিও প্রবাসী জীবনে ঈদের আনন্দ বলতে খুব বেশি উচ্ছন্ন এবং উচ্ছ্বাসের সাথে ঈদ উদযাপন করছি এমনটাও বলা যাবে না কেননা পরিবার ছাড়া ঈদের আনন্দ মনে হয় চিনি ছাড়া শরবত।
আমার বন্ধুর ভাই এই ছবিটা আবার তার ফেসবুকে ছাড়ছে।
খুব সকালে ঘুম থেকে উঠে আমার বন্ধুকে রেখে দিলাম সেও আমার সাথে সাথে উঠে ফজরের নামাজ আদায় করলে তারপর দুজনেই কিছু সেমাই রান্না করি। তারপর গোসল করে ফ্রেশ হয়ে পুরাতন একটি পাঞ্জাবী লন্ডি করে তারপর সেটা পরিধান করে নামাজ পড়তে বেরিয়ে পড়লাম।
ঈদের আনন্দ হাতে মেহেদি দিয়েছিলাম আগের দিন রাত্রে
আমাদের রুম থেকে পাঁচ মিনিট এর দূরত্ব মসজিদ পায়ে হেঁটে মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য এরপর রাস্তায় দেখা হল আমার আরেকটি বন্ধুর সাথে বন্ধু বলতে বন্ধুর ছোট ভাই তার সাথে। তারপর আমরা তিনজন একসাথে হয়ে কয়টি সেলফি উঠাই এরপর আবারো সামনে দিকে যেতে রাজি আর একটু সামনের মসজিদ মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারপর আবারও বাসায় ফিরলাম একই পথ ধরে।
ঈদের দিন আর কোথাও ঘুরতে যেতে পারি নাই কেননা আমার আরো বন্ধুরা আমার বাসায় আসবে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাই ঈদের নামাজ পড়েই রান্না করতে শুরু করি গরুর মাংসও ডাল রান্না করছে তারপর একসাথে খাওয়া দাওয়া করি ঈদের দিন টা এভাবেই কেটে গেল।
বন্ধুরা একেক জন প্রবাসী এক এক রকম করেই ঈদের দিনটা কাটে আমার যেভাবে কাটছে আমি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরছি।