Some general activities of today

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা,
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানাতালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের কাছে উপস্থাপনা করব আজকের দিনের কিছু কার্যক্রম যেগুলো অন্য দলের তুলনায় কিছুটা ভিন্ন।

আজ সকাল সকাল ডিউটিতে চলে আসি কেননা আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল তাই খুব সকালেই ঘুম থেকে উঠে ডিউটিতে আসে। এরপর দুইদিন আগেকার একটি ফ্রেম তৈরি করা ছিল সেই প্রেমের উপরে প্লেট সংযোগ করে বানিয়ে ফেলা হলো নিচ থেকে উপরে উঠার জন্য খুব সাধারণ একটি সিঁড়ি।

এই সিঁড়িগুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগে শুধু সিড়ি বানায় নাই সেফটি মেন্টেন করার জন্য হলুদ রঙের আবরণ এর উপরে দিয়েছে এবং এগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। সেই সাথে দুই সাইড খুব সমান করে মার্কিন টেপ মেরে রং করছি এজন্য আরো বেশি সুন্দর হয়েছে।

প্রতিটা কাজ নিজ অভিজ্ঞতাই করলে আরো বেশি সুন্দর হয় কেননা সুন্দর কাজ মানুষ বেশি পছন্দ করে এগুলো যদি এভাবে রং করে আমি লাগিয়ে দিতাম তাহলেও কিন্তু হত তবে দূর থেকে এগুলো দেখা যাবে তার পাশাপাশি মানুষ সহজেই বুঝতে পারবে এখানে কিছু একটা আছে কেননা হলুদ রং রাত্রে জল জল করে।

এরপর বিকেলবেলা কাজ করার সময় আমার নিজের একটি সেলফি নিয়েছি সেই সাথে বিকালের আবহাওয়া একটি ছবি আমাদের কোম্পানি থেকে উঠিয়ে শেয়ার করছি এই ছেলে দিনের কিছু কার্যক্রম। আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

I have included my mother tongue above and am presenting it to you in English translation below.

Bismillahir Rahmani Rahim,
Good afternoon,
I wish everyone my sincere greetings and best wishes,
How are you all
I hope everyone is well and healthy Alhamdulillah Allah Subhanatala is good and I am healthy today.

This morning I came to duty because the sky was very cloudy so he woke up early in the morning and came to duty. Then a frame that was created two days ago was connected to that love and a very simple ladder to rise from the bottom to the bottom.

These stairs are constantly used on us, but not just the stairs, the safety has given the yellow color on the yellow color and it has been very nice to see. At the same time, the two sides are more beautiful, so it is more beautiful.

Every work is more beautiful if you do their own experience, because if people like them more like, I would have applied them in this way, but it would be seen from a distance, as well as people would easily understand that there is something here because the yellow color is watering at night.

Then in the afternoon, I took a selfie of my own while working in the afternoon, as well as a picture of the weather in the afternoon and sharing some activities of this boy's day. I love to share with you so much like today I am leaving here.



0
0
0.000
0 comments