Photography of unknown flowers.

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
পরম করুনাময় অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি,
প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আপনাদের মাঝে ছোট্ট একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।

IMG_20250410_162200.jpg

IMG_20250410_162210.jpg

ফুলকে ভালোবাসে না এমন কোন মানুষ আমার চোখে দেখানো পর্যন্ত পড়ি নাই প্রায় প্রতিটা মানুষের ফুল অনেক পছন্দ করে। আমরা আমাদের প্রিয় মানুষের মাঝে ফুল দিয়ে থাকি সম্পর্ক আরো সুন্দর করার জন্য।
IMG_20250410_162233.jpg

IMG_20250410_162255.jpg

এই পৃথিবীতে কত প্রকার ফুল রয়েছে তা আমরা হয়তোবা নিজেরাই জানেনা আমাদের দেখা কয়েকটি ফুল আমরা দেখতে পাই যেগুলো সরকার আসার মানুষ বাড়িতেই লাগিয়ে থাকে তবে এর বাইরেও যে রাস্তার সাইডে পরিত্যক্ত জমিতে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাই সেগুলো আমাদের খুব একটা নজরে আসে না।
IMG_20250410_162222.jpg

IMG_20250410_162226.jpg
যেকোনো ফুলের তার নিজস্ব সৌন্দর্য রয়েছে আল্লাহ সুবহানাতায়ালা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে সুন্দর চাদরে জড়িয়ে দিয়েছে। এই ফুলটার নাম আমি জানিনা আপনাকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই ছবিটা দেখতে আকারে খুবই ছোট পাঁচটি পাপড়ড়ি রয়েছে এই ফুলে চারপাশে ঠিক ফুলের মধ্যখান তা হলুদ রঙের।

হলুদ এবং সাদা সংমিশ্রণে ফুলটা আরো সুন্দর হয়ে উঠেছে যে কেউ এই ফুলটি দেখলেই তার প্রেমে পড়ে যাবে ঠিক আমার মত তো বন্ধুরা এই ছেলের নাম অজানা আজকের ফুলের ফটোগ্রাফি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments