On the occasion of Eid al -Fitr, children's new dresses are new.
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল, সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানাতালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। ঈদ মানে আনন্দ খুশি। আগে খুশির মধ্য দিয়ে আরো খুশি হয় বাচ্চারা যদি নতুন পোশাক পায়। এমনিতেই সবাই নতুন পোশাক খুলে অনেক খুশি হয় কেননা সবসময় তো আর নতুন পোশাক করা সম্ভব নয় তাই যখনই আমরা নতুন পোশাক পাই তখন মনের ভেতরে অন্যরকম আনন্দ অনুভব করতে পারি।
আমার বড় ভাগ্নে
যাইহোক আবারো একটি ঈদ মালয়েশিয়াতে কেটে গেল দেশে ভাই-বোন আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলাম না তবে দূর থেকে সবার জন্য দোয়া ও অনেক ভালোবাসা জ্ঞাপন করছে। সবার সাথে ঈদের আনন্দ টা হয়তোবা আমার মত প্রবাসী অনেকেই করতে পারে নাই তবে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাঔ সকল ব্যক্তিরা অনেক ভাগ্যবান।
যাই হোক পোশাক নিয়ে লিখছিলাম এবারের বাচ্চাদের ভাইরাল পোশাক হলো পরীর মত জামা আমরা হয়তোবা পরী কখনো চোখে দেখতে পাই নাই তবে টিভিতে যেভাবে আমরা দেখেছি ঠিক সেভাবেই ড্রেসগুলো বানানো হয়েছে দেখতে যেমন একেবারেই ইউনিক তেমনি গায়ে পড়লে বাচ্চাদের অনেক সুন্দর লাগে।
আমার দুই ভাগনাকে একই ড্রেস পরানো হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দুজনেই অনেক কিউট এই পোশাক করে আরো কিউট লাগছে। পোশাকগুলোর রংমিষ্টি কালার হওয়াতেই আরো উঠছে তাদের চেহারার সাথে। তো বন্ধুরা এই ছিল এবারে ঈদুল ফিতরের বাচ্চাদের ভাইরাল পোশাক।
এখানকার ব্যবহার কিছু ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার থেকে ডাউনলোড করেছি।
আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার দুই ভাগ্নের জন্য দোয়া চেয়ে আজকের মত আমার লেখা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।