Boss's presence at the company early in the morning
বিসমিল্লাহির রহমানির রহিম
পূরণ করুন আমার আল্লাহর নামে শুরু করছি, প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি।
খুব সকালে কোম্পানির বসের উপস্থিতি একটু আশ্চর্যজনক তবে সাথে সাথে আমাদের সুপারভাইজার ছেলে আসুন এবং তার সাথে কথা বলতে শুরু করলো। মূলত চারজন বাহিরে কাজ করছিলাম হঠাৎ পিছন থেকে বস আসেতেই একটু গা চমকে উঠলো কেননা এভাবে আগে কখনোই আসে নাই।
আমাদের সুপারভাইজার তার সাথে কথোপকথন করছিল ঠিক আমি সেই সময়টাই একটু ভয়ে ভয়ে এ ছবিগুলো উঠিয়েছি তবে পরে জানতে আমাদের বস মূলত থাইল্যান্ড গিয়েছিল আর সেখান থেকেই আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে।
খুব সকালে দেওয়ার জন্যই সে আমাদের কাজের সাইটে এসে আমাদেরকে শুভ সকাল জানাই তারপর আমরাও তাকে একইভাবে শুভ সকাল জানিয়ে আসি।
সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল সূর্য কেবল পূর্ব আকাশে হালকা উঠিয়ে দিয়েছে।
বলতো এই জন্যই উপরে ছবিগুলো এত সুন্দর হয়েছে ছবিগুলো দেখে আমিও আমার নিজের সেলফি নিয়েছি দুইটা তবে আমার এখানে ছবিটা খুব ভালো হয় নাই কেননা সূর্যের বিপরীত দিক থেকে ছবি খুব একটা ভালো আসে না।
তো বন্ধুরা আজ সকালে কাজ শুরু করার আগে এই ছবিগুলো উঠেছি সেই সাথে বসের উপস্থিতি আপনাদের কাছে তুলে ধরেছে ছবিগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।