Better Life with Hive || Last moments of the day ||August 1/2023
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়লার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে শেয়ার করব দিন শেষে কিছু কাজের দৃশ্য,
Edited by Canva
সকালটা শুরু হলো আজ ফরজের নামাজ আদায়ের পর থেকেই দিনটা পার হলে খুব ভালোভাবে পার করলাম বিকালের শেষ প্রান্তে এসে ভাবলাম যে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি আজকের আমার কাজ সম্পর্কে।
যদিও আপনারা আগেও দেখেছেন আমি কাজ করতে বেশি ভালোবাসি কাজের মধ্য দিয়ে ই জীবন পার করতে অনেক স্বাচ্ছন্ন ভোগ করি । আজকে আমি এই টাংকি তে সাদা কালারের রং করছি সারাদিন রং করছি এবং বিকালবেলাতে এই ছবিগুলো উঠিয়েছি।
কাজের পোশাকে নিজেকে অন্যরকম লাগছে সম্পূর্ণ ভিন্ন একটি পরিস্থিতি ভিন্ন রকম অভিজ্ঞতা। চোখে কালো চশমা দিয়ে হাতে মোজা পড়ে সম্পূর্ণ প্রোডাকশন নিয়েই কাজ করছি যাতে করে রং যদিও শিফটে আসে আমার শরীরে না পড়ে।
আমার আর একজন বন্ধু দেখেন সেও একই রকম পোশাক পড়ছে কেননা কোম্পানির পোশাক সব একই রকম চশমা চোখে দিয়েই সব সময় কাজ করতে হয় কেননা ধুলোবালি র এই অভাব নাই।
এটি হলো আমাদের ইঞ্জিনিয়ার এ সব সময় আমাদের আশেপাশেই থাকে আমাদের কাজ পর্যবেক্ষণকারী আমরা যদি কখনো ভুল করে থাকি সেটা শুধরে দেয়।
সাদা রং গুলো দুই থেকে তিনবার দিতে হয় তা না হলে দেখতে সুন্দর হয় না আমার নিজের কাজের জায়গাটি আপনাদের দেখাচ্ছি এখন এটাই হলো আমার নিজের কাজের জায়গা বড় একটি ফ্যান রয়েছে যাতে ঠান্ডা বাতাস আসে। আমাদের কষ্টগুলো যেন একটু নিবারণ হয়।
এদিকে আমার আরেকটি বন্ধু নীল কালারের রং করছে এরা দুইজন দেখেন কতই না কষ্ট করে রংগুলো করেছে বসে বসে ঘারছাও করে কাজ করতে হচ্ছে। দিনের শেষ মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন। অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।
Device | Name |
---|
Picture | Photography 📷📷 |
---|
•Category | work |
---|
•Camera Used | Handphone |
---|
•Model | vivo 15y |
---|
•Photographer | @mdsahin111 |
---|
•Location Aceh 📍🌐/ | Malaysia |
---|
Software Editing Adobe Lightroom