After suffering comes peace.

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব সম্পূর্ণ নতুন একটি আর্টিকেল।

ছবির উৎস

তো বন্ধুরা চলুন শুরু করা যাক কষ্টের পরে শান্তি আসে এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন তবে যখন কষ্ট আসে তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং সেই কষ্টকে বাড়িয়ে নেই। প্রতিটি মানুষের উচিত কষ্টের সময় ধৈর্যের সাথে চিন্তা ভাবনা করে সেই দিনগুলো পার করা।

একটি মানুষের সব সময় কষ্ট থাকে না তবে আমরা চাইলেই কষ্টকে সুখে রূপান্তরিত করতে পারিনা জীবনে চলার পথে প্রতিটাতে হবে বাধা বিপত্তি পেরিয়ে ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার নামই তো সফলতা।

ছবির উৎস

আমি মনে করি যে আল্লাহ সুবহানাতায়ালা আমাদের প্রতিটা কাজেই পরীক্ষা করেন এবং আমরা যদি সেই কাজটি ভালোভাবে শেষ করি তাহলে সফলতার মুখ দেখি অর্থাৎ ধৈর্য ধরার কারণেই যে কষ্ট করছে তার পরেই সুখটা দেখতে পাই।

এভাবে প্রতিটা ধাপ আমাদের জন্য এই দুনিয়াতে পরীক্ষা মাত্র সফলতা সেই ব্যক্তির পরিশ্রমে আসে যে ব্যক্তি ধৈর্য এবং একনিষ্ঠদের সাথে কাজ করে আমি মনে করে হয়তো বা আমার জন্য এখন পরীক্ষা চলছে ইনশাল্লাহ সামনে দিনগুলোতে আমি এই প্লাটফর্মে আরো ভালোভাবে কাজ করব সামনের দিকে এগিয়ে যাব এ আশা করি।

ছবির উৎস

তো বন্ধুরা এই ছিল আমার আজকের আটিকেল কষ্টের পরেই শান্তি আসে কেমন হয়েছে আজকে লেখাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।



0
0
0.000
0 comments