মোবাইল ফোন দিয়ে সূর্য উদয়ের ফটোগ্রাফি।

avatar

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি সূর্য উদয়ের ফটোগ্রাফি।

Edited by Canva

সকাল হলো নতুন আরো একটি দিনের দেখা মিলল, সূর্যমামা পশ্চিম দিক থেকে উদিত হলো এবং আমাদেরকে জানান দিল যে সকাল হয়েছে।

নীল মেঘের আড়ালে ঢেকে আছে সূর্যের সম্পূর্ণ আবরণ স্পষ্ট আলো যেন ফুটে বের হচ্ছে না। এমনটাই দেখা মিলল ফটোগ্রাফি করার পর।

সূর্যের ফটোগ্রাফি আমি বহু আগে থেকেই করে থাকি কেননা সকালের এই সূর্যটি কতই না সুন্দর দেখতে আকাশের ঘন মেঘের আড়ালে উঁকি দিচ্ছে।

সকাল ৭ টা ৩০ যখন তখনই ফটোগ্রাফি করেছি সূর্য উদয়ের । মেঘলা হওয়ার কারণে একটু দেরিতে দেখা গেছে সূর্যের আলো।

আমার কোম্পানিকে যখন আমি পৌঁছেছি তারপর একটু বিশ্রাম নিয়েই ফোনের ক্যামেরাটিতে টগবগে সূর্যের এই সুন্দর দৃশ্য কালেকশন করেছে।

দুই সাইডে রয়েছে দুইটি বড় বড় ট্যাংকার তার মাঝখান দিয়েই ক্যামেরাটা উঁচু করে ফ্লাশ মেরেছি। সাধারণের দুই ট্যাংকার এবং সূর্যের আশেপাশে নীল মেঘ কতই না দেখতে সুন্দর লাগছে।

নিজের অনুভূতিটুকু প্রকাশ করে অনেক ভালই লাগছে ।অনেকদিন পর সূর্যের এই ফটোগ্রাফি গুলো আবারো আপনাদের মাঝে উপস্থাপনা করছি।

এইতো বন্ধুরা কেমন হয়েছে সূর্য উদয়ের এই ফটোগ্রাফি গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

DeviceName
Picture

Photography 📷📷
•Category

sunset 🌇
•Camera Used ‌

Handphone
•Model

vivo 15y
•Photographer@mdsahin111
•Location Aceh 📍🌐/

Malaysia

Software Editing Adobe Lightroom



0
0
0.000
1 comments